ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
রাজবাড়ীতে শিল্প বাণিজ্য মেলা শেষে ক্ষতবিক্ষত খেলার মাঠ!
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-১২ ১৫:৫৪:৫৬

 ছোট-বড় ইটের টুকরার স্তূপ ছড়িয়ে আছে চারদিকে। কোথাও পড়ে আছে ময়লা-আবর্জনা। নিয়মিত যান চলাচলের কারণে কোথাও কোথাও মাটি দেবে গেছে। এক নজর দেখলে বোঝা দায়, এটা খেলার মাঠ নাকি পরিত্যক্ত কোনো ময়দান। 

 প্রায় ১১দিন আগে রাজবাড়ীর ঐতিহ্যবাহী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে শেষ হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এরপর ওই মাঠের এমনই করুণ দশা।

 খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের অভিযোগ, মেলা শেষ হওয়ার দুই সপ্তাহ পার হতে চললেও খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিতে পারেনি মেলা কর্তৃপক্ষ। 

 জেলা প্রশাসন জানায়, মেলা পরিচালনা কর্তৃপক্ষ মাঠ পরিষ্কার করবে।

 জানা গেছে, রাজবাড়ী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থান শহীদ খুশি রেলওয়ে মাঠের। এই মাঠটি রাজবাড়ী জেলাবাসীর কাছে খুবই পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি মাঠ। রাজবাড়ী জেলা শহরের খেলাধুলা বা বিনোদনের জায়গা না থাকায় এই মাঠটিই রাজবাড়ীবাসীর একমাত্র ভরসা। এই মাঠে কেউবা খেলাধুলা করে, কেউবা হাঁটাহাঁটি করে আবার কেউবা বন্ধুদের সাথে বিকেল হলেই অবসর সময় কটায়।

 গত মার্চ মাসের ২১ তারিখে শিল্প ও বাণিজ্য মেলার কাজ শুরু হয়। এরপর এপ্রিল মাসের ২৩ তারিখে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন হয়। রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো নারায়ণগঞ্জ জেলার বেনারসি গ্লোবাল ইভেন্টস। ৩৯ দিন মেলা চলে ১লা জুন তারিখে মেলা শেষ হয়। মেলার কারণে গত মার্চ মাসের ২১ তারিখ থেকে এ মাঠে খেলাধুলা বন্ধ হয়ে যায়। ওই দিন দুপুর থেকে মেলার মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়। এরপর থেকে টানা ৭২ দিন মাঠটি মেলা পরিচালনা কমিটির দখলে ছিল। তবে মেলা শেষে মাঠ খেলাধুলার উপযোগী না করে দিয়েই রাজবাড়ী ত্যাগ করেন বেনারসি গ্লোবাল ইভেন্টের লোকজন।

 সরেজমিনে গতকাল ১২ই জুন দুপুরে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে গিয়ে দেখা যায়, পুরো মাঠে ছড়িয়ে আছে ইট ও ভাঙা টাইলসের টুকরো। মাঠের বিভিন্ন স্থানে বালু স্তুপ হয়ে আছে। মাঠ জুড়েই কাগজ, পলিথিন, কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাঠের বিভিন্ন জায়গায় বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার এমন কিছু গর্ত রয়েছে যেগুলো চেখে পড়বে না। এসব গর্তে পা পড়লেই পা মচকে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠের মধ্যে ছোট ছোট পেরেক ও তারকাটা রয়েছে। একটু অসতর্ক ভাবে চললেই যে কারোর পায়ের মধ্যে ঢুকে যেতে পারে পেরেক। মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার জন্য খেলার মাঠে স্টল, ফটক, কৃত্রিম ফোয়ারা, টাওয়ার ও সাংস্কৃতিক মঞ্চ নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি করা হয়। মেলা শেষে এগুলো ভেঙে নিয়ে যাওয়া হলেও মাঠরে গর্ত ভরাট করা হয়নি। এছাড়াও মেলার জন্য অস্থায়ী ভাবে নির্মাণ করা টয়লেট থেকেও আসছে দুর্গন্ধ। মাঠে দুই ঘন্টারও বেশি অবস্থান করে চেম্বার অব কমার্সের কাউকে দেখা যায়নি। এমনকি মাঠ পরিষ্কার করার জন্যেও কাউকে দেখা যায়নি।

 স্থানীয় কয়েকজন যুবক বলেন, দুই মাসেরও বেশি সময় ধরে আমরা এই মাঠে খেলাধুলা করতে পারিনা। আমরা প্রতিদিন বিকালে এই মাঠে ক্রিকেট, ফুটবল খেলে থাকি। কিন্তু বাণিজ্য মেলা হবার কারণে প্রায় দুই মাসের বেশি সময় ধরে আমরা খেলাধুলা করতে পারছিনা। আশেপাশে কোন মাঠও নেই যেখানে আমরা খেলাধুলা করবো। মেলা শেষ হবার পরও মাঠে খেলার পরিবেশ তৈরি হয়নি। পুরো মাঠ জুড়ে ইট, পাথর, ভাঙা টাইলস, সুড়কি, কাপড়, পলিথিন রয়েছে। দ্রুত এই মাঠটি পরিষ্কার করার জন্য দাবী জানাচ্ছি।

 জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু বলেন, রাজবাড়ী শহরের রেলের মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে বাচ্চারা সহ স্থানীয় যুবকরা খেলাধুলা করে থাকে। অবসরে অনেকের আড্ডার জায়গা এই মাঠ। আবার অনেকেই এই মাঠে সকাল ও  বিকেলে হাঁটাহাটি করে থাকে। মেলা শেষ হবার পর বর্তমানে এই মাঠের পরিবেশ খুবই নোংরা। ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো মাঠ জুড়ে। দীর্ঘদিন মেলা কমিটি মাঠটি ব্যবহার করার কারনে বাচ্চাদের ও যুবকদের খেলাধুলায় ব্যাঘাত ঘটেছে। বর্তমানে মেলা শেষ হলেও মাঠে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। আবার কয়েকদিন পরই জেলার সব থেকে বড় ঈদের জামাত হবে এর পাশেই। সুতরাং এই মাঠের উপযুক্ত পরিবেশ ফিরেয় দেওয়া এখন সময়ের দাবী। আমি সংশ্লিষ্টদের বলব তারা যেন দ্রুত মাঠটি পরিষ্কারের ব্যবস্থা করে।

 রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, রেলের মাঠ রাজবাড়ী শহরের একটি ঐতিহ্যবাহী মাঠ। আমিও চাই মাঠটি আগের অবস্থায় ফিরে আসুক। আমি মাঠটি দ্রুত পরিষ্কার করার জন্য সংশ্লিষ্টদের বলব।

 এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মেলা শেষে মাঠটি পরিষ্কার করার দায়িত্ব ছিলো রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির। আমরা চেম্বার অব কমার্সকে দ্রুত নির্দেশনা দিবো মাঠটি যাতে তারা পরিষ্কার করে আগের পরিবেশে ফিরিয়ে দেয়।

 
রাজবাড়ীতে শিল্প বাণিজ্য মেলা শেষে ক্ষতবিক্ষত খেলার মাঠ!
ড্রেনের ৭০ শতাংশ কাজ না করেই ৭৭.৫ শতাংশ অর্থ উত্তোলন করেছে ঠিকাদার!
 ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন॥আতঙ্কে স্থানীয়রা
সর্বশেষ সংবাদ