জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ২শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।
গতকাল ২৬শে আগস্ট কাশিয়ানী উপজেলার এম.এ খালেক কলেজে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী পরিচালিত মেডিকেল ক্যাম্পে ৪জন সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এর পাশাপাশি চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধসহ ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এছাড়াও করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণ, গণপরিবহন চলাচল মনিটরিং, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি পালনে উদ্বুদ্ধকরণ, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ অব্যাহত রাখা, বিশুদ্ধ খাবার পানি বিতরণসহ জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।