ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়া থেকে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০১-১২ ১৩:৪২:১৮

 রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ২০ গ্রাম ওজনের ২০০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

   গত ১১ই জানুয়ারী বিকাল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হামেদ মৃধার হাট এলাকার তিন রাস্তার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ফরিদপুর জেলার সদর উপজেলার চর টেপাখোলা গোলাপদী মাতুব্বরের ডাঙ্গী এলাকার মৃত ছালাম বেপারীর ছেলে রাজু বেপারী (২৫), মৃত অর্জুন বেপারীর ছেলে রনি বেপারী (৪০) ও হুমায়ন বেপারীর ছেলে হাসান বেপারী (২৭)। 
   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১২ই জানুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ