ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
কালুখালীতে নসিমনে খড়ের মধ্যে লুকিয়ে আনা ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০১-১৭ ১৫:২২:৫৯

 রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা নামক এলাকা থেকে গতকাল ১৭ই জানুয়ারী দুপুরে নসিমন গাড়ীতে খড়ের মধ্যে লুকানো অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি। এ সময় নসিমনটি জব্দ করাসহ চালক খোকন মিয়া (৪৩)কে গ্রেফতার করা হয়।
  গ্রেফতারকৃত খোকন মিয়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দামুড়হুদা গ্রামের ওমর ওরফে উমরের ছেলে। 
  রাজবাড়ী ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ডিবি’র কাছে তথ্য ছিল  নসিমন গাড়ীতে খড়ের মধ্যে ফেনসিডিলের একটি চালান যাবে। এমন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গড়িয়ানা নামক এলাকায় অবস্থান নেয় ডিবি’র একটি দল। দুপুরে খড় বোঝাই নসিমনটি সেখানে আসলে ডিবির সদস্যরা তল্লাশী চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় চালককে গ্রেফতার করাসহ নসিমনটি জব্দ করা হয়।
  এ বিষয়ে কালুখালী থানায় মাদক আইনে মামলা দয়ের করা হয়েছে।

রাজবাড়ীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৬০ বছরের সংসার ঃ একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো স্বামী-স্ত্রী’র
সর্বশেষ সংবাদ