ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
বালিয়াকান্দিতে লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০১-২০ ১৩:৫২:৫১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে দুই ধাপে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে পাংশার লুৎফর রহমান ফাউন্ডেশন।

  গতকাল শুক্রবার আসরের নামাজের পর বালিয়াকান্দির সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের নূরানী এতিমখানা, বিকালে পূর্বমৌকুড়ী আদিবাসী পল্লী ও সন্ধ্যায় বিভিন্ন স্ট্যান্ডে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এরআগে হাড়ীখালী আদিবাসী পল্লীতে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে রয়েছে কম্বল, মাপলার ও সোয়েটার।

  যৌথভাবে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে এ সকল শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। 

  এ সময় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ সোহেল মিয়া, যুগ্ম-সম্পাদক তনু সিকদার সবুজ,  সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তবা রিজু, রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের সদস্য উত্তম কুমার গোস্বামী প্রমুখ।

  উল্লেখ্য, লুৎফর রহমান ফাউন্ডেশন জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার শীতবস্ত্র বিতরণ করছে। এছাড়াও ল্যাফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান তার মায়ের নামের সংগঠন “সুফিয়া রহমান শিক্ষাবৃত্তি” থেকে জেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ অর্থ সহায়তা প্রদানসহ নানা ধরণের মানবিক কাজ করে যাচ্ছে।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ