রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজ মাঠে মঞ্চ করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে গতকাল ২০শে জানুয়ারী বিকালে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশন নামের একটি সংস্থা।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আদিল মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লিংকন মিয়া ও সহসাংগঠনিক সম্পাদক এসএম আদিল রশিদ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা যায়, ২০২২ সালে রাজধানী ঢাকার পল্টনের ৮৫/১, পুরানা পল্টনে বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের কোন রেজিঃ নম্বর নেই। অনুষ্ঠান মঞ্চে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন ছাড়া স্থানীয় উল্লেখযোগ্য পরিচিত কোন ব্যক্তি না থাকায় আয়োজক সংস্থা বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের কর্মকান্ড নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। পাংশার হোটেল রেস্টুরেন্ট শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের কর্মকান্ড প্রশাসনিকভাবে খতিয়ে দেখার অভিমত ব্যক্ত করেন তারা।
এ ব্যাপারে সংস্থার সিনিয়র সহসভাপতি মোঃ আলমগীর হোসেনের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা জানায়, ফেডারেশনের স্টিকারযুক্ত সিলিপ দিয়ে কম্বল বিতরণ করা হয়। তবে সিলিপ বিতরণের সাথে যুক্ত লোকজনও ধরাছোঁয়ার বাইরে ছিল। কম্বল প্রাপ্তদের অধিকাংশই বাহাদুরপুর ও যশাই ইউনিয়ন এলাকার। কলিমহর ইউপির মধ্য কলিমহর গ্রামের মৃত ফয়জার মন্ডলের ছেলে বৃদ্ধ কেসমত আলী(৮০) কম্বল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।