রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে মাঝবাড়ী মধ্য কাজীপাড়া গ্রামে গত ১৯শে জানুয়ারী আগুনে দগ্ধ হয়ে ২জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মাঝবাড়ী ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ মাসুদুর রহমান খোকন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে একই গ্রামের মোঃ বাবু বিশ্বাসের ছেলে ১ম শ্রেণীর ছাত্র মোঃ হুজাইফা(৭) তাদের ঘরে পাশের বাড়ীর ইকরাম শেখের পুত্র হাসান(৪) এর সাথে গ্যাস লাইটের আগুন দিয়ে খেলতে গিয়ে ঘরে আগুন লেগে যায়। এক পর্যায়ে আগুন রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে ধরে যায়। এ সময় বাবু বিশ্বাসের বাড়ীর লোকজন পাশের বাড়ীতে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রান্না ঘরে। আগুনের লেলিহান শিখা দেখে তার মা রোজিনা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে দুই শিশু আগুনে দগ্ধ হয়। গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফা মারা যায়।
খবর পেয়ে মাঝবাড়ী ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম ও কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উক্ত দুই শিশুর জানাযা শেষে কাজী পাড়া কবরস্থানে দাফন করা হয়।