ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশার কসবামাজাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ॥পাল্টাপাল্টি মামলা॥গ্রেপ্তার-১৩
  • শামীম হোসেন
  • ২০২৩-০১-২১ ১৩:০৪:৩৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির গাংধারই গ্রামে গত ১৯শে জানুয়ারী ৯নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য জিল্লুর রহমান ও সাবেক ইউপি সদস্য বাদশার সর্মথকের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের অন্তত ১২জন আহত ও দুই গ্রুপের পাল্টা-পাল্টি মামলা হয়েছে। এ ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ দুটি মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে । 

  এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুই গ্রুপের সর্মথকেরা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করলেও স্থানীয় রাজনৈতিক কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং জমি-জমা নিয়ে মতবিরোধ চলে আসছিল। এই মতবিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

  স্থানীয়রা সূত্রে আরোও জানা যায়, এ সংঘর্ষে ইউপি সদস্য জিল্লুর রহমানের সর্মথকের মধ্যে আকলিমা খাতুন, ছালাম আলী ও রিজাউল আলীসহ ৩ জন আহত এবং সাবেক ইউপি সদস্য বাদশার সমর্থকদের মধ্যে আনোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, তোমছেল আলী, রহিম মন্ডল, আবু  সায়েম, সাত্তার আলী, সাইফুল ইসলাম, আকলম হোসেন, আব্দুল হাইসহ ৯জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও দুই পক্ষের অন্তত ১২টি বাড়ী ভাংচুর হয়েছে বলে জানা গেছে। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

  পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় গত ২০শে জানুয়ারী সাবেক ইউপি সদস্য বাদশা আলী পক্ষের সমর্থক আনিছ আলী বাদী হয়ে মোস্তাফাকে প্রধান আসামীসহ ১২জনকে আসামী করে পাংশা থানায় মামলা দায়ের করে।

  অপর দিকে বর্তমান ইউপি সদস্য জিল্লুল রহমানের পক্ষের সর্মথক গোলাম ছরোয়ার বাদী হয়ে আঃ রহিম মন্ডলকে প্রধান আসামীসহ ১২ জন আসামী করে পাংশা থানায় আরেকটি মামলা দায়ের করে।

  মামলার তদান্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার এসআই আল মামুন জানান, মামলার প্রেক্ষিতে উভয় পক্ষের ১৩জনকে গ্রেপ্তার করে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ