ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
মৌরাটে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-২১ ১৩:০৬:৩২

আনন্দঘন পরিবেশে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির বাগদুলী বাজরস্থ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

  এ উপলক্ষে গতকাল ২১শে জানুয়ারী দিনব্যাপী বাগদুলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী পারিবারিক মিলন মেলা-২০২৩ কর্মসূচির আয়োজন করা হয়।

  সমিতির সভাপতি মোঃ ইউসুফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আতাউল্লাহ শামীম, মৌরাট ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মিয়া, মোঃ আবু বক্কার সিদ্দিক মৃধা, রেজাউল আলম মাসুদ, জাহাঙ্গীর হোসেন, মোকাররম হোসেন, আব্দুল জলিল, আবুল কালাম চৌধুরী, লুৎফর রহমান, মফিজুল ইসলাম ও আব্দুল খালেক মাস্টার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ, সমিতির প্রয়াত সদস্যবৃন্দের পরিবার এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

  অপরিকল্পিত কর্মজীবনই স্বনির্ভর অবসর জীবনের একমাত্র অন্তরায় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচিতে প্রাণবন্ত হয়ে ওঠে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর পারিবারিক মিলন মেলা-২০২৩।

  অনুষ্ঠানে আগামীতে সমিতির কার্যক্রম আরো গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ