ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে ইট ভাটার ট্রাক্টর চাপায় শিশু নিহত॥চালক গ্রেপ্তার
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০১-২১ ১৩:০৭:১১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে মাটিবাহী ট্রাক্টর চাপায় সানজিদা আক্তার(৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

  গতকাল ২১শে জানুয়ারী সন্ধ্যায় নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী বাবুর বাড়ীর সামনে দুর্ঘটনা ঘটে। 

  স্থানীয়রা জানায়, মাটিবাড়ী ট্রাক্টরটি বকশিয়াবাড়ী থেকে কালুখালীর দিকে যাওয়ার পথে বাবুর বাড়ীর সামনে শিশুটিকে চাপা দেয়। পরিবারের লোকজন সানজিদাকে গুরুতর অবস্থায় বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মেডিকেল অফিসার ডাঃ সৌরভ সিকদার তাকে মৃত ঘোষণা করেন। 

  প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মাটি ব্যবসায়ী মোঃ নবাই নামক এক ব্যক্তির কাছে গত দেড় মাস আগে ফসলি জমির মাটি বিক্রি করে নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী উত্তরপাড়া এলাকার মোঃ চাদায় ফকীরে ছেলে মোঃ বাবু ফকীর। দীর্ঘদিন যাবৎ বকশিয়াবাড়ী গ্রামের মাটির রাস্তা ব্যবহার করে ট্রাক্টরে মাটি নেয়া হচ্ছিল ইউনিয়নের বড় হিজলি এলাকায়। ট্র্রাক্টর ভর্তি মাটি নেয়ার সময় মোঃ বাবু কসাইয়ের বাড়ীর সামনে আসলে বেপরোয়া গতির ট্রাক্টর শিশু মোছাঃ সানজিদা আক্তার (৫)কে চাপা দেয়। এতে করে ঘটনা স্থলে শিশুটি মারা যায়। এ সময় এলাকাবাসী ট্রাক্টর চালককে আটক করে বালিয়াকান্দি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

  বালিয়াকান্দি থানায় পুলিশের উপ-পরিদর্শক কামরুজ্জামান বলেন, এই ঘটনায় ঘাতক ট্রাক্টরসহ ড্রাইভার নাইম মিয়াকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন রয়েছে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ