ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-০১-২৪ ১৫:১০:৫১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৩৮ নং দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ২৪শে জানুয়ারী বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, বিশেষ অতিথি হিসাবে গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ বজলুর রহমান, প্রধান শিক্ষক বিমল কুমার রায় ও বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ আবুল হোসেন বক্তব্য দেন।
  এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস পারভীন, আকলিমা খাতুন, সানজিদা আক্তারসহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 
  পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আবৃত্তি, গান, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ