ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
জঙ্গল ইউনিয়নে মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যানসহ আ’লীগ নেতৃবৃন্দ
  • দেবাশীষ বিশ^াস॥
  • ২০২৩-০১-২৪ ১৫:২৩:৩১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আশ্রমের মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ।
  এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, জাতীয় শ্রমিক লীগের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বিশ্বাস উপস্থিত ছিলেন।
  গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা ২৪ প্রহরব্যাপী অনুষ্ঠানে তিনি উপস্থিত সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ বলেন, জঙ্গল ইউনিয়নের জেলার সব চেয়ে বেশী হিন্দুদের বসবাস। তবে এখানে সব সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এখানে সবাই অসাম্প্রদায়িক মানুষ। কয়েক হাজার মানুষ এখানে এসেছে। এখানে আজ সব ধর্মের মানুষের উৎসব সৃষ্টি হয়েছে। প্রতিটি ধর্ম আমাদের অসাম্প্রদায়িকর্তার বার্তা দেয়। জঙ্গলের মানুষ সব সময় আওয়ামী লীগের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন। আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা এমপি মোঃ জিল্লুল হাকিম আপনাদের শ্রদ্ধার মানুষ। তাকে সাথে নিয়েই এই ইউনিয়নের উন্নয়ন করা হবে। আগামী জেলা পরিষদের বাজেট থেকে মন্দিরের উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।
  এ সময় জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল কুমার বসু, সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাস, মন্দির কমিটির সভাপতি পরিমল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ