ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
আলীপুরে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া-ফিরোজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-২৬ ১৪:৪৭:২৩

 রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া-ফিরোজা বেগম ফাউন্ডেশন।
  গতকাল ২৬শে জানুয়ারী আলীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হোগলাডাঙ্গী গ্রামে, ২নং ওয়ার্ডের বারবাকপুর গ্রামে, ৩নং ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর গ্রামে ও ৪নং ওয়ার্ডের আলাদীপুর মন্ডলপাড়ায় এসব কম্বল বিতরণ করা হয়।
  এ সময় আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশীদ মিলন ও তার বড় ভাই ফারুক হোসেন, মূলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াছ মিয়াসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  বজলুর রশীদ মিলন জানান, তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া-ফিরোজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ১২০টি করে কম্বল বিতরণ করা হয়েছে। বাকী ওয়ার্ডগুলোতেও একইভাবে কম্বল বিতরণ করা হবে।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ