রাজবাড়ীতে জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকার ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ৩০শে জানুয়ারী বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী পৌর মিলিনিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধির অফিস কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দৈনিক আজকালের খবর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ মহসিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ীর সিনিয়র সাংবাদিক ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম. দেলোয়ার হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভি এবং দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, দৈনিক আমার বার্তা পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন সোহান, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল চৌধুরী তুহিন, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী রেজা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মঈন, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবজ্যোতি নাগ, রেলওয়ে কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক কনক মিম, দপ্তর সম্পাদক হৃদয় খান, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক রচনা সান্যাল ও নাহিদুল ইসলাম ফাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।