ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশা কসবামাজাইল ইউপিতে মুক্তিযোদ্ধাদের সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-৩০ ১৪:২৬:১৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে গত ২৮শে জানুয়ারী মুক্তিযোদ্ধাদের সভা অনুষ্ঠিত হয়েছে। 
  সভায় সর্বসম্মতিক্রমে কসবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এছাড়া ৩ সদস্য বিশিষ্ট হিসাব নিরীক্ষণ কমিটি গঠন করা হয়।
  কার্যনির্বাহী কমিটিতে কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবাহান, ডেপুটি কমান্ডার পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল,সহকারী কমান্ডার সাংগঠনিক পদে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, সহকারী কমান্ডার ক্যাশ পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ ছবেদ আলী জোয়ার্দ্দার ও সহকারী কমান্ডার প্রচার পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ আকমল হোসেন মনোনীত হয়েছেন। 
  এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এম মাহমুদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট পৃথক একটি হিসাব নিরীক্ষণ কমিটি গঠন করা হয়।
  কসবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবাহানের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ উপস্থিত ছিলেন।
  সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা এম মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাদের হোসেন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আকেন আলী, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ছদেব আলী জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কুদ্দুসের পুত্র স্বপন, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিনের পুত্র সুমন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামের স্ত্রী হাসিনা আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা মরহুম সিদ্দিকুর রহমানের পুত্র শাহিদুল আলম মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদের কন্যা রেশমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
  সভায় কসবামাজাইলে তৎকালীন খান বাহাদুর নাদির হোসেনের বাড়ীতে বর্তমান নাদির হোসেন বালিকা বিদ্যালয়ে মুক্তিযুদ্ধকালীন ট্রেনিং সেন্টার, কসবামাজাইল ইউপির ডেমনামারা গ্রামের আফসার উদ্দিনের বসতবাড়ীর মুক্তিযুদ্ধকালীন ক্যাম্প সংরক্ষণ এবং কসবামাজাইল ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নাম লিপিবদ্ধ করে একটি নামফলক স্থাপনসহ মুক্তিযোদ্ধাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় সভা শেষ হয়।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ