ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
বালিয়াকান্দিতে ডিবির অভিযানে হেরোইনসহ বিক্রেতা গ্রেফতার
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২৩-০২-০২ ১৪:৫৭:০৩

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে গত ১লা ফেব্রুয়ারী বিকালে ৫ গ্রাম হেরোইনসহ বিক্রেতা ফারুক মল্লিক ওরফে মঞ্জু (৪০)কে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে। 
  গ্রেফতারকৃত ফারুক মল্লিক বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা(রামদিয়া) গ্রামের মৃত কাদের মল্লিকের ছেলে। 
  রাজবাড়ী ডিবি’র ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আনোয়ার হোসেন, এসআই মিলন চন্দ্র বর্মণ, এএসআই মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোবিন্দপুর এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
  এ বিষয়ে বালিয়াকান্দি থানায় ফারুক মল্লিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ