ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত
  • পাংশা প্রতিনিধি
  • ২০২৩-০২-০৩ ২০:০৬:৩৪

রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৩রা ফেব্রুয়ারী বিকালে সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
  সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এসএম কায়কোবাদ, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহম্মদ সবুর উদ্দিন ও কাব্যপাড়ের সেতু গ্রন্থের লেখক মোঃ আবুল হাশেম বক্তব্য রাখেন।
  বক্তারা আগামী ১০ই মার্চ সাহিত্য উন্নয়ন পরিষদের বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে বস্তবায়নে পরামর্শমূলক মতামত ব্যক্ত করেন।
  অনুষ্ঠানে কবি এবাদত আলী শেখ, মোল্লা মাজেদ, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, রেকেয়া রহিম, বিকর্ণ মন্ডল ও সহিদুল ইসলাম প্রমূখ স্বরচিত কবিতা পাঠ করেন। পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম মাহমুদ, সুমী খন্দকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ