ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
কালুখালীল মদাপুর ইউপিতে এমপি জিল্লুল হাকিমের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-০৪ ১৪:০৮:০৮

রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের উদ্যোগে গতকাল ৪ঠা ফেব্রুয়ারী বিকালে কালুখালী উপজেলার মদাপুর ইউপিতে অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
  মদাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এমপি জিল্লুল হাকিমের প্রতিনিধি দল লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন।
  কম্বল বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের পাংশা উপজেলা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু ও মদাপুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মজনু প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম, মদাপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ রেজাউল করিম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এমডি এমএম মাসুদ রানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মদাপুর ইউপির মেম্বারগণ উপস্থিত ছিলেন। 

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ