ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
দৌলতদিয়ায় ডিবির অভিযানে চিহ্নিত নারী মাদক বিক্রেতা সাথী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০২-০৪ ১৪:০৮:৩৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়াভিটা থেকে গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকালে ৬ গ্রাম হেরোইনসহ চিহ্নিত নারী মাদক বিক্রেতা সাথীকে গ্রেফতার করেছে ডিবি।

  গ্রেফতারকৃত সাথী উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত জামাল বিশ্বাসের স্ত্রী।

  রাজবাড়ী ডিবির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত সাথী বেগম ওরফে শান্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তারপরও সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকালে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক বিক্রিকালে ৬গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

  এ বিষয়ে গোয়ালন্দ থানায় সাথীর বিরুদ্ধে মাদক আইনে আরো একটি মামলা করা হয়েছে।

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ