ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
বালিয়াকান্দির পদমদীতে ২জন প্রাইমারী শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
  • ওয়াজেদ আলী
  • ২০২৩-০২-০৫ ১৪:০১:৩৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী চন্দনা গুচ্ছ গ্রাম যোগেন্দ্রনাথ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার মোল্লা ও সহকারী শিক্ষক স্বপন কুমার সোমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা গতকাল ৫ই ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাধন কুমার মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিেিসবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মোঃ আবুল কালাম আজাদ।

  অনুষ্ঠানে  মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক রিনা পারভীন, বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ কুদ্দুস, আবু তালেব, আব্দুল কাদের, বিদ্যালয়ের প্রক্তন ছাত্রী রাফি ইসলাম রোজ, প্রাক্তন ছাত্র বালিয়াকান্দি সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন শেখ, স্বাবলম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বিদায়ী শিক্ষক স্বপন কুমার সোম, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার মোল্লা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেরা আক্তার।

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ