বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ই ফেব্রুয়ারী সকালে পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ভান্ডারিয়া বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিকাল ৩টায় পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।
পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল সেখ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিরাজ খান, সিরাজ উদ্দিন বিশ্বাস, আব্দুস সালাম, আঃ মান্নান, বাবুল ভক্ত ও লতিফ মল্লিক প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তাগণ বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যে মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন কৌশল তুলে ধরাসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে তা মোকাবেলা করার আহবান জানান।