রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চর ঝিকড়ী হলি চাইল্ড কিন্ডার গার্টেনে গতকাল ১১ই ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
চরঝিকড়ী হলি চাইল্ড কিন্ডার গার্টেনের প্রধান উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন।
চরঝিকড়ী হলি চাইল্ড কিন্ডার গার্টেনের সভাপতি গোলাম মোস্তফা(আবু)’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে চরঝিকড়ী হলি চাইল্ড কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোঃ আনোয়ার হোসেন, দাতা সদস্য আব্দুল বারেক প্রামানিক, অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন, চরঝিকড়ী হলি চাইল্ড কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সহসভাপতি ও পূর্ব শাহমিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম হোসেন, চরঝিকড়ী হলি চাইল্ড কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সহসভাপতি নাজিরুল ইসলাম, সদস্য আব্দুল মান্নান বিশ্বাস ও আব্দুল মতিন মন্ডল, হাবাসপুর ইউপির সাবেক মেম্বার আবুল কালাম ও ওমর আলী প্রামানিক, হাজী মোঃ আইজুদ্দিন বিশ্বাস, আব্দুল হান্নান প্রামানিক ও গোলাম মোস্তফা বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে চরঝিকড়ী হলি চাইল্ড কিন্ডার গার্টেনের প্রধান উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম বলেন, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রচেষ্টায় ২০১১ সালে কিন্ডার গার্টেনটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় কোমলমতি শিশুদের শিক্ষায় বিশেষ অবদান রেখে চলেছে এ প্রতিষ্ঠানটি। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।