ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশায় প্রীতি টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-১৩ ১৩:২৯:০৬

রাজবাড়ী জেলার পাংশা শহরের আয়াশ রেস্টুরেন্টের প্লে-গ্রাউন্ডে গত ১০ই ফেব্রুয়ারী রাত ৮টায় প্রথমবারের মত প্রীতি টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইনভিত্তিক সংগঠন “আমরা আমরাই” এ টুর্নামেন্টের আয়োজন করে।

  টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। একক দলের মধ্যে ফাইনাল খেলায় ২-১ ব্যবধানে আশফাক-ই-আজম লিমুকে পরাজিত করে মোঃ তরিকুল ইসলাম রাসেল চ্যাম্পিয়ন হয়। দ্বৈত দলের মধ্যে মোঃ তরিকুল ইসলাম রাসেল ও শফিকুল ইসলাম লাভলু এবং খন্দকার তৈমুর হাসান বিপ্লব ও আশফাক-ই-আজম লিমু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২-১ ব্যবধানে মোঃ তরিকুল ইসলাম রাসেল ও শফিকুল ইসলাম লাভলুর দল চ্যাম্পিয়ন হয়।

  সংগঠনের এডমিন রিপন খান ও প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম খান পলাশ, সদস্য সুমনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রাত ৮টায় শুরু হয়ে ১২টায় টুর্নামেন্ট শেষ হয়।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ