ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে ওয়াজেদ চৌধুরী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০২-১৩ ১৩:৩৩:২০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

  গতকাল ১৩ই ফেব্রুয়ারী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমর কান্তি হালদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা ও সাবেক ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক খোকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ