ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০২-১৮ ১৪:১৭:৩৫

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ মোস্তফা মুন্সী’র ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। 
  গতকাল ১৮ই ফেব্রুয়ারী দুপুরে আইডিটি হ্যাকিং-এর স্বীকার হয়েছে বলে নিশ্চিত করেন মোস্তফা মুন্সী। 
  মোস্তফা মুন্সী জানান, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুকে আইডিতে ঢুকতে গেলে তার পাসওয়ার্ড ভুল দেখায়। কিছু সময় পরে তার পরিচিত মোঃ ছরোয়ার হোসাইন নামে একজন জানায় অজ্ঞাতনামা কোন ব্যক্তি তার ফেসবুক এর ম্যাসেঞ্জারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে নগদ/বিকাশ নম্বরে টাকা চাচ্ছে। আমার ধারণা অজ্ঞাতনামা কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আমার ফেসবুকের একাউন্ট হ্যাক করে আমার পরিচিত লোকজনের নিকট বিভিন্ন অংকের টাকা চাচ্ছে। এতে আমার সম্মান ও মর্যাদা সামাজিক ভাবে খুন্ন হচ্ছে। 
  তিনি আরো বলেন, এ ব্যাপারে কেউ যেন বিভ্রান্ত না হয় সে কারণে সবাইকে আমি জ্ঞাত করছি। আমার অ্যাকাউন্ট থেকে করা কোনও মন্তব্য আমার মন্তব্য হিসেবে ধরা যাবে না। সেজন্য সবাইকে সতর্ক করছি। আইডিটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করা হয়েছে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ