ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে ১৮ মামলার আসামী পেশাদার সন্ত্রাসী রনি গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০২-২৩ ১৫:১৫:৩৭

 ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ ১৮টি মামলার আসামী আরমান হোসেন রনি (২৬)কে পুলিশ গ্রেফতার করেছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী জারী ছিল। 
  গত ২২শে ফেব্রুয়ারী রাতে ফরিদপুুরের কোতয়ালী থানা এলাকা হতে তাকে  গ্রেফতার করে গোয়ালন্দ থানার পুলিশ।
  গ্রেফতারকৃত রনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়ার সুলতান ড্রাইভারের ছেলে।
  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, আরমান হোসেন রনি একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৮টি ডাকাতির প্রস্তুতি, ১টি মাদক, ২টি নারী ও শিশু এবং ৩টি অন্যান্য মামলাসহ মোট দেড় ডজন মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় রনি’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল ।
  তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। গত ২২শে ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল ২৩শে ফেব্রুয়ারী দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ