ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশার জাতীয় পার্টির নেতা লোকমান মাস্টার আর নেই
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-২৪ ২১:১৫:৫০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা জাতীয় পার্টির নেতা এবং পাংশার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত মাওলানা শিক্ষক লোকমান হোসেন(৬৬) আর নেই।

  গতকাল ২৪শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় তিনি রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা লোকমান মাস্টার পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার পৈত্রিক বাড়ী পাংশা উপজেলার পাট্টা ইউপির আশুরহাট গ্রামে।

  জানা যায়, গত ১৮ই ফেব্রুয়ারী বিকালে পৈত্রিক বাড়ী থেকে পাংশা শহরে ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত। তাকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লোকমান মাস্টার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২পুত্র, ২কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

  এদিকে, গতকাল শুক্রবার রাতে লোকমান মাস্টারের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ ঃ পাংশা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ইয়াকুব আলী চৌধুরী হাইস্কুলের অবসরপ্রাপ্ত মাওলানা শিক্ষক লোকমান হোসেন মাষ্টারের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান  মোমিন শোক প্রকাশ করেছেন।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ