রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও তার সহযোগিদের হামলায় একই বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম মিয়া ও তার বড় ভাই রমজান আলী মিয়া আহত হয়েছে।
গতকাল ২৭শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় রমজান আলী মিয়াকে রাজবাড়ী সদর হাসপাতালে ও শফিকুল ইসলাম মিয়াকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসুদন সরকার ও বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম মিয়া বাদী হয়ে বালিয়াকান্দি থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসুদন সরকারের কাছে চাঁদা দাবী করে আসছিলো। এতে প্রধান শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিজানুর ক্ষিপ্ত হয়ে তার লোকজনকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। মিজানুরের হুকুমে তারা অনুষ্ঠান বন্ধ করতে গেলে প্রধান শিক্ষক মধুসুদন সরকার তাদের কাছে কারণ জানতে চান। এ সময় মিজানুরের সহযোগি মিরাজ ও ইমদাদুল প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধরের হুমকি দেন। এ সময় মিরাজ ফকির মাইকের তার ছিড়ে ফেলে অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং প্রধান শিক্ষখকে জীবন নাশের হুমকি প্রদান করে।
পাকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসুদন সরকার বলেন, বিদ্যালয়ের সহ-সভাপতি পদে দায়িত্বে থাকা মিজানুর রহমান আমার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। এ জের ধরে আজকে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে তার লোকজন অনুষ্ঠানে বাধা দেন। পরে তারা মাইকের তার ছিড়ে ফেলে এবং অনুষ্ঠান বন্ধ করে দেয়। এক পর্যায়ে আমার বিদ্যালয়ের সভাপতিকেও তারা মারধর করে।
বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম মিয়ে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবীকে কেন্দ্র করে মিজানুর এ ঘটনা ঘটায়। তারা আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠান বন্ধ করে দিতে আসে। আমার ভাই বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তারা আমাকেও মারপিট করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।