ঢাকা মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
রাজবাড়ী শহরের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৩-০৬ ২৩:৪৬:১৯

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অব্যাহত তদারকি অভিযানে গতকাল ৬ই মার্চ রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ৬হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠান দুটি হলো রাফিয়া টেলিকম এন্ড ভ্যারাইটিজ ও আল্লাহর দান স্টোর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল হাসান জানান, প্রতিদিনই রাজবাড়ীর বিভিন্ন স্থানে তদারকি অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৬ই মার্চ রাজবাড়ী শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে সরকারী আদর্শ মহিলা কলেজ সংলগ্ন রাফিয়া টেলিকম এন্ড ভ্যারাইটিজকে ৩হাজার টাকা ও একই অভিযোগে আল্লাহর দান স্টোরকে আরো ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জনসাধারণকে নানা বিষয়ে সর্তক করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তার এ কর্মকর্তা।

লটারীর মাধ্যমে রাজবাড়ী পৌরসভার  ৯টি ওয়ার্ডে ওএমএস’র ডিলার চূড়ান্ত
দেশের উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে জেলা প্রশাসকের আহবান
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলীর মামলার পরবর্তী তারিখ ২০ অক্টোবর
সর্বশেষ সংবাদ