ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
কালুখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
  • ফজলুল হক
  • ২০২৩-০৩-১৩ ১৪:৪৯:৪৯

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দিক্ষা” এ প্রতিপাদ্যে গতকাল ১৩ই মার্চ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের হল রুমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব।

  আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রাণী বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন ও মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

  সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং মানসম্মত শিক্ষার ব্যাপারে শিক্ষকদের সর্বক্ষেত্রে দায়িত্ববান হতে বলেন। বিশেষ করে বাচ্চাদের রিডিং পড়ার বিষয় বেশি তাগিদ দিতে বলেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ