ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাজবাড়ী সরকারী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের শ্রদ্ধা নিবেদন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৩-১৩ ১৪:৫৮:০৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল ১৩ই মার্চ সকালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী সরকারী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন।

  পুষ্পস্তবক অর্পণের পর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

  এ সময় কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর ফকীর নুরুজ্জামান, শিক্ষক পরিষদের সস্পাদক ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক অদ্বৈত কুমার দাস, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী আবু হুসাইন, প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামসুল আলম ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক একেএম আজাদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  পরে পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন রাজবাড়ী সরকারী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ