ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৩-১৩ ১৫:০৮:০২

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। 

  দিবসটি পালন উপলক্ষে ১৭ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণের মুক্তমঞ্চে শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন, দুপুর ১টায় হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন, সুবিধামত সময়ে কোরআন খতম ও দোয়া মাহফিল, মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাবার/মিষ্টান্ন বিতরণ, বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণের মুক্তমঞ্চে আলোচনা সভা, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  এছাড়াও দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ