রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক ও বিটিভির সাবেক জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করাসহ ও তার মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি।
গতকাল ১৪ই মার্চ সন্ধ্যা ৭টায় তার মরদেহ রাজবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গনে নিয়ে আসলে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের সদস্যরা। এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, সাধারণ সম্পাদক বাংলা টিভি ও দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, সহ-সম্পাদক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ ও দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নুর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল ১৪ই মার্চ দুপুর ১২টায় ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীন সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ।