ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
প্রবীণ সাংবাদিক সানাউল্লাহ’র মরদেহে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৩-১৪ ১৪:৪৭:১৫

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক ও বিটিভির সাবেক জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করাসহ ও তার মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি।

  গতকাল ১৪ই মার্চ সন্ধ্যা ৭টায় তার মরদেহ রাজবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গনে নিয়ে আসলে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের সদস্যরা। এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, সাধারণ সম্পাদক বাংলা টিভি ও দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, সহ-সম্পাদক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ ও দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নুর উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, গতকাল ১৪ই মার্চ দুপুর ১২টায় ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীন সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ