ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীতে কালো সোনা পেঁয়াজ বীজের বাম্পার ফলনের সম্ভাবনা
  • মাহফুজুর রহমান
  • ২০২৩-০৩-১৪ ১৪:৪৯:৪৩

রাজবাড়ীর জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সাদা ফুলের ডগায় বাতাসে দোল খাচ্ছে লুকায়িত ‘কালো সোনা’ খ্যাত পেঁয়াজ বীজ। আর সাদা ফুলের মাঝে কালো বীজেই রয়েছে চাষীর সোনালী স্বপ্ন। চলতি মৌসুমে আবহাওয়া বেশ অনুকূলে থাকলে রাজবাড়ীতে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। 
  পেঁয়াজ দানা চাষীরা বলছেন, পেঁয়াজের দানা (বীজ) উৎপাদন অতি লাভজনক হলেও ঝুঁকিও রয়েছে শতভাগ। আবহাওয়া অনুকূল থাকলে উৎপাদন ভালো ও লাভজনক হয়। আর বিরূপ হলেই মাথায় হাত পড়ে চাষীদের।
  জানা গেছে, পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদনে এ জেলার মাটি ও আবহাওয়া অত্যন্ত উপযোগী। এ জেলার উৎপাদিত পেঁয়াজ বীজ গুণে ও মানে উৎকৃষ্ট। তাই সারা দেশের মধ্যে পেয়াজ উৎপাদনে ৩য় স্থানে রয়েছে রাজবাড়ী জেলা। দেশের উৎপাদিত পেঁয়াজের ১৪ শতাংশ আসে এ জেলা থেকে। উৎপাদিত বীজ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। 
  রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীতে ফরিদপুরী ও তাহেরপুরী জাতের বীজ আবাদ হয়ে থাকে। জেলার চলতি বছর সদরে ৪২ হেক্টর, পাংশায় ৪৪ হেক্টর, কালুখালীতে ৪৪ হেক্টর, বালিয়াকান্দিতে ১০ হেক্টর ও গোয়ালন্দে ৫ হেক্টর জমিতে পেয়াজ বীজ আবাদ হয়েছে। গত অর্থ বছরে ১৭২ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হলেও চলতি বছরে ২৯ হেক্টর জমিতে কম চাষাবাদ হয়েছে। প্রতি হেক্টরে ৫০০/৬০০ কেজি পেয়াজ বীজ উৎপাদিত হলে এ বছর প্রায় ৮০ মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ বীজ সংগ্রহ করতে পারবে চাষীরা।
  সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে কামালপুর গ্রামের ফসলি মাঠে জমি থেকে ২ফুট উচ্চতায় সবুজ ডগায় গোল আকৃতি সাদা ফুলগুলো বাতাসে দোল খাচ্ছে। কামালপুর গ্রামের পেঁয়াজ দানা চাষী মোঃ রেজাউল শেখ লিটন দীর্ঘ ১৫ বছর যাবৎ তিনি পেঁয়াজ দানা চাষ করে আসছেন। তিনি কৃত্রিম ভাবে পেয়াজের ফুলে পরাগায়ন ঘটাতে হাতের তালুতে আলতো ভাবে চাপ দিয়ে পরাগায়নের সৃষ্টি করছেন। এ বছর তিনি ১ একর জমিতে পেঁয়াজ বীজ চাষাবাদ করতে প্রায় ১লক্ষ টাকা খরচ করেছেন। তিনি পেঁয়াজ বীজ ক্ষেতের আগাছা দূর করছেন আর আশায় বুক বাঁধছেন বাম্পার ফলনের। 
  আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর তিনি ১ একর জমি থেকে প্রায় ২/৩শ কেজি পেঁয়াজ বীজ সংগ্রহ করবেন বলে আশা রাখেন। আর ১৫/২০দিন পর থেকেই চাষীরা বীজ সংগ্রহে নেমে পড়বেন। ঝড় ও শীলা বৃষ্টি না হলে এবার পেঁয়াজ বীজের আশাতীত ফলন ঘরে তোলার স্বপ্ন দেখছেন চাষীরা। 
  কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হাওলাদার জানান, উপজেলার মোট ৪২ হেক্টর জমিতে চাষীরা পেঁয়াজ দানা চাষাবাদ করলেও অধিকাংশ চাষাবাদ হয়েছে সাওরাইল ও মৃগী ইউনিয়নের বিভিন্ন মাঠে। কয়েকদিন যাবৎ রৌদের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আশংঙ্কা রয়েছেন পেয়াজ বীজের বাম্পার ফলন নিয়ে। 
  রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান বলেন, উপজেলায় পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করেছে কৃষি বিভাগ। লাভজনক হওয়ায় সদর উপজেলায় চলতি বছর ৪২ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও সদর উপজেলায় পেঁয়াজ বীজ চাষীদের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। পেঁয়াজ ফুলে হাতের তালু দিয়ে আলতো ভাবে চাপ দিলে পরাগায়নের সৃষ্টি হয়। ফলে উৎপাদন বেশি হবে। এ লক্ষ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে।
  রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, পেঁয়াজ বীজ উৎপাদনের ক্ষেত্রে রাজবাড়ী জেলা বিশেষ ভূমিকা পালন করে আসছে। গত বছর ১৭২ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছিল। চলতি অর্থ বছরে তা কমে ১৪৩ হেক্টর হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর হেক্টর প্রতি ৫০০/৬০০ কেজি ফলন হবে। বীজের মানভেদে ২-৫ হাজার টাকা কেজি দরে বিক্রি হবে বীজ।

 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ