রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে গতকাল ২২শে মার্চ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুন্সী হাসানুল ইসলাম(মোহন মুন্সী), বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ, বিদ্যালয়ের সাবেক সভাপতি এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সোবাহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউনুস আলী মাস্টার প্রমূখ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন আব্দুল মজিদ মাস্টার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবুল খায়ের মোঃ সাইফুদ্দিন। অত্র বিদ্যালয় থেকে এ বছর মোট ৮৮জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।