রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২শে মার্চ বিকেলে ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে গোল্ডেন বয়েজ ক্লাবকে হারিয়ে মাশরাফি ফ্যান্স ক্লাব চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে টসে জিতে গোল্ডেন বয়েজ ক্লাব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মাশরাফি ফ্যান্স ক্লাব ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয়। জবাবে ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গোল্ডেন বয়েজ ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সেরা নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রানা। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নির্বাচিত হন রানার্স আপ দলের অনিক। সর্বোচ্চ রান সংগ্রাহক ও টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন সুব্রত।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল।
এ সময় শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নাসির উদ্দিন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোঃ ইউনুস মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপাপ্ত) মোঃ মিজানুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী, উজানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন মৃধা ও রাসেল স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক ইমরানুর রহমান সজল উপস্থিত ছিলেন।