চলতি অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাটের বীজ ও উফশী আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গতকাল ২৩শে মার্চ বিনামূল্যে পাট, উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব।
এ সময় উপজেলা কৃষি অফিসার পুর্ণিমা হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিক, ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ কর্মসূচীর আওতায় ৩২ শত কৃষক কৃষাণীর মাঝে ১ কেজি করে পাটের বীজ ও ৬৫০ জনের মধ্যে ৫ কেজি করে উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।