রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জান্নাতুল মাওয়া গোরস্থানে শহীদ হারুন-অর রশিদের কবরে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন।
পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
আলোচনা সভায় সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।