ঢাকা মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
পাংশায় পুলিশের অভিযানে ২দিনে ৮ আসামী গ্রেফতার
  • শামীম হোসেন
  • ২০২৩-০৩-২৮ ১৬:০২:২৮

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত দুইদিনে বিভিন্ন মামলার আট আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৮শে মার্চ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  গ্রেফতারকৃতরা হলো- পাংশা উপজেলার কাচারীপাড়া গ্রামের সাদেক প্রামানিকের ছেলে জুয়েল প্রামানিক(২৭), একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে আতিয়ার রহমান(৪০), নারায়নপুর গ্রামের রতন বিশ্বাসের ছেলে জালাল বিশ্বাস(৩৫), চর ঝিকড়ী গ্রামের মৃত আছমত সরদারের ছেলে আজিম সরদার(৩৫), চরপাড়া গ্রামের সালাম সরদারের ছেলে রোকন মন্ডল(৩৬) ও রানা সরদার(২০), চর লক্ষীপুর গ্রামের আক্কাছ সরদারের ছেলে সবুজ সরদার(২১) ও একই গ্রামের রাজ্জাক প্রামনিকের ছেলে ইব্রাহীম প্রামানিক(২০)।
  পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানান,  গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভূক্ত আসামী। গত ২৭শে মার্চ দিবাগত রাতে ও গতকাল ২৮শে মার্চ সকালে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল ২৮শে মার্চ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে  কটূক্তির প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ
 কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ পৃথক দুইটি সভা অনুষ্ঠিত
 রামকান্তপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মতবিনিময়  সভায় ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি
সর্বশেষ সংবাদ