ঢাকা মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ পৃথক দুইটি সভা অনুষ্ঠিত
  • জুয়েল সরদার
  • ২০২৫-১১-১৭ ১৩:৫৪:১৮

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক দুটি সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৭ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। 
 পরে আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 
 এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, কালুখালী থানার এসআই রিপন, কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ সিকদার মমতাজ আহমেদ ও রতনদিয়া রজনীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী প্রমূখ বক্তব্য রাখেন।
 উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। 
 সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

 

মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে  কটূক্তির প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ
 কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ পৃথক দুইটি সভা অনুষ্ঠিত
 রামকান্তপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মতবিনিময়  সভায় ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি
সর্বশেষ সংবাদ