রাজবাড়ীর সদর উপজেলার কাজীবাঁধায় অবস্থিত নূরে মদিনা হাফেজিয়া মাদরাসায় পবিত্র কোরআন হিফজ সমাপনী উপলক্ষে দোয়া মাহফিল গতকাল ১৭ই নভেম্বর বাদ মাগরিব মাদরাসার শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা। এছাড়াও আব্দুর রাজ্জাক লিটন মোল্লা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মোঃ সিয়াম। বিশেষ বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মেহেদী হাসান।
তিনি বলেন, “হিফজ সম্পন্ন করা একটি ইবাদত, আর কোরআন জিন্দেগিতে প্রয়োগ করা একটি আমানত। হাফেজদের জীবনে আল্লাহর নুর জারি থাকুক এটাই আমাদের প্রার্থনা।”
অনুষ্ঠানে ছাত্র-অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছর অত্র মাদরাসা থেকে হেফজ সম্পন্ন করেছেন হাফেজ মোঃ আব্দুল সামি, হাফেজ সোহেল শেখ, হাফেজ সাইফুল্লাহ শেখ, হাফেজ মুশফিকুর রহমান তানভির ও হাফেজ আমিরুল শেখ। আগামী ওয়াজ মাহফিলে হাফেজদের সম্মানসূচক পাগড়ি প্রদান করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, শিক্ষক-অভিভাবক ও নব-হাফেজদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



