ঢাকা মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-১৭ ১৩:৫৬:১৪

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে রাজবাড়ী-১ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে গোয়ালন্দ মোড়ে সড়ক অবরোধকালে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেনের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল সোমবার সাড়ে ৬টার দিকে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ প্রতিবাদ সমাবেশ করেন।
 সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বালিয়াকান্দি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্দি কলেজ মোড়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 প্রতিবাদ সমাবেশে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চন্নু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা বিএনিপর সাবেক সাংগঠনিক সম্পাদক অব্দুল ওহাব মন্ডলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন। 
 বক্তারা বলেন, রাজবাড়ী-১ আসনে বিএনপি থেকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে দলীয় মনোনয়ন দিয়েছেন। তার প্রতিবাদে গত রবিবার বিকালে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এডঃ আসলাম মিয়ার সমর্থকেরা গোয়ালন্দ মোড়ের সড়ক অবরোধ করে সেখান থেকে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটূক্তি করে বক্তব্য ও শ্লোগান দেওয়া হয়। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ রাজবাড়ী জেলা বিএনপির কমিটি বাতিলসহ আকমলকে গ্রেফতারের দাবি জানান বক্তারা।
 বিক্ষোভ সমাবেশে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতাকর্মীরা অংশ নেয়। 

 

মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে  কটূক্তির প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ
 কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ পৃথক দুইটি সভা অনুষ্ঠিত
 রামকান্তপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মতবিনিময়  সভায় ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি
সর্বশেষ সংবাদ