ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে আটাশ কলোনী থেকে হেরোইনসহ ১জন বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৪-০১ ১৫:৩৩:২২

রাজবাড়ী শহরের আটাশ কলোনীর নিজ বসতবাড়ী থেকে পাঁচ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭৬০ টাকাসহ শাহিন(৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

  গতকাল ১লা এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী শহরের আটাশ কলোনীর নিজ বসতবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শাহিন রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত জান্নাত আলীর ছেলে। 

  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অধিদপ্তরের একটি বিশেষ টিম বিকালে শহরের আটাশ কলোনী এলাকায় শাহিনের বসতবাড়ীতে অভিযান চালায়। এ সময় পাঁচ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭৬০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। 

  এ বিষয়ে শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ