ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বালিয়াকান্দিতে ভোক্তা অধিকারের অভিযানে নিউ সুপার আইসক্রীম ফ্যাক্টারীকে আর্থিক জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৪-০৪ ১৪:৫৯:০৯

 অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরী ও পণ্যের মোড়ক ব্যাবহার ও মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বাজারে নিউ সুপার আইসক্রীম ফ্যাক্টারীর মালিককে ৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
  গতকাল ৪ঠা এপ্রিল বাজার তদারকি অভিযানে এ আর্থিক জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
  এছাড়াও সোনাপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ফিরোজ হোটেলের মালিক ৫০০ টাকা ও একই বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে রফিক স্টোরের মালিককে ১হাজার টাকা জরিমানা করা হয়।
  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ