প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ৮ই এপ্রিল বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করেন।
তিনি জানান, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মৃগী বাজারে জাহাঙ্গীর স্টোরকে ৫হাজার টাকা ও একই বাজারে আলমগীর স্টোরকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ কর্মকর্তা।