ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৪-১২ ১৪:৪১:১২

কৃষকের বাজারে প্রবেশাধিকার ব্যবস্থার উন্নয়ন, এবং প্রকল্প এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ১২ই এপ্রিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়।
  ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় আয়োজিত সিআইজি কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
  এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান ও মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ প্রমুখ বক্তব্য রাখেন।
  এতে উপজেলার ৭০টি সমিতির ৭০ জন সদস্য অংশগ্রহণ করেন।

 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ