ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাংশায় এস এন মেডিকেল সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা॥ইফতার মাহফিল
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-১৩ ১৫:২৬:৩৪

 রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরস্থ এস এন মেডিকেল সেন্টারে গতকাল ১৩ই এপ্রিল বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি শেষে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন ও শিশুরোগে অভিজ্ঞ ডাঃ দ্বীপন সরকার। আজ শুক্রবারও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন তিনি।
  এদিকে, গতকাল বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শেষে শিক্ষক, পল্লী চিকিৎসক, লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফিরোজ হায়দার মাস্টার।
  কবি মোঃ এবাদত আলী শেখ, কাব্য পারের সেতু গ্রন্থের লেখক মোঃ আবুল হাশেম, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, খোকসা আবু তালেব ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস এম কায়কোবাদ, ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনজু, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
  এস এন মেডিকেল সেন্টারের অন্যতম পরিচালক উত্তম কুমার কুন্ডু জানান, চলতি বছরের ৩১শে মার্চ দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে এসএন মেডিকেল সেন্টারের যাত্রা শুরু হয়। রোজার মাস ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ইফতার মাহফিল কর্মসূচি অব্যাহত থাকবে।

 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ