ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
দৌলতদিয়ায় র‌্যাবের অভিযানে ২০৪ বোতল ফেন্সিডিলসহ বিক্রেতা গ্রেপ্তার
  • আবুল হোসেন
  • ২০২৩-০৪-১৩ ১৫:৩৬:০২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা থেকে গতকাল ১৩ই এপ্রিল দুপুরে ২০৪ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা সোহরাব মন্ডল ওরফে হিরো (২৬)কে গ্রেফতার করেছে র‌্যাব।
  সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর রামনাথপুর গ্রামের রস্তম মন্ডলের ছেলে।
  র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদে তথ্য আসে সোহরাব মন্ডল ওরফে হিরো মোটর সাইকেলযোগে মাদকের একটি চালান নিয়ে দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে শাইখ আকতার ও এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে আগে থেকেই সেখানে অবস্থান নেয় র‌্যাবের একটি দল। দুপুর পৌনে ১২টার দিকে মোটর সাইকেলটি সেখানে আসলে ২০৪ বোতল ফেনসিডিলসহ সোহরাব মন্ডল ওরফে হিরোকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল, ৩টি সিম ও মাদক বিক্রির ২৫০০ টাকা জব্দ করা হয়। 
  র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সোহরাব মন্ডল ওরফে হিরো একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ঢাকা এলাকায়  বিক্রি করতো। 
  এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করেছে।

 

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ