পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তি উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিমুল মোল্লা।
গতকাল ১৭ই এপ্রিল বিকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে নিজ বাড়ীতে ২শতাধিক মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় বরাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস বেগম, জিন্নাতুন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসীন মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- পোলার চাল, চিনি, সেমাই, গুড়া দুধ ও সুগন্ধি সাবান।