ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ছাদের পলেস্তারা খসে ঝুঁকিতে পাংশা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পুরাতন ভবন
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-১৮ ১৫:১১:৫১

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনে দাপ্তরিক কাজ করছে কর্মকর্তা-কর্মচারীরা। অপরদিকে নতুন ভবন নির্মাণ কাজে চলছে ধীরগতি।
  জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পুরাতন ভবনটির ছাদ ও ভিমে ফাটল দেখা দিয়েছে। কোথায়ও কোথায়ও ছাদের পলেস্তারা খসে রড বের হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়েই দাপ্তরিক কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা।
  এ ব্যাপারে গতকাল ১৮ই এপ্রিল পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা জানান, পুরাতন ভবনটি ঠিক কত বছর আগে নির্মাণ করা তা জানা নেই। ছাদের অবস্থা ভালো না। নির্মাণাধীন নতুন অফিস ভবনটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার গুরুত্বারোপ করেন তিনি।
  জানা যায়, ২০২২ সালের মে মাসে পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একতলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। প্রায় ৩২ লাখ টাকা চুক্তিমূল্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ভবনের নির্মাণ কাজ করছেন মোঃ রুহুল আমিন।
  যোগাযোগ করা হলে ঠিকাদার মোঃ রুহুল আমিন বলেন, জুন পর্যন্ত সময় আছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা হবে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ